হাসান আজিজুলের জন্মোৎসবে নাগরিক সংবর্ধনা

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

শুক্রবার ১ ফেব্রুয়ারী ২০১৯|১৬:৩৯:২৮ মি.



সৃজনবাংলা ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আগামী ২ ফেব্রুয়ারি জীবনের ৮০ বছর পূর্ণ করতে যাচ্ছেন। গুণী এই কথাসাহিত্যিকের জীবনের এই মাহেন্দ্রক্ষণকে আরও স্মরণীয় করে রাখতে এবার তার ‘৮০তম জন্মোৎসব’ আয়োজন করা হচ্ছে।

রাজশাহীর সর্বস্তরের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও গুণীজনদের পক্ষ থেকে এ উৎসব আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে ‘হাসান আজিজুল হককে রাজশাহীর সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মহানগরীর সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘৮০তম জন্মোৎসব’ উদযাপন পরিষদের সদস্য-সচিব এবং কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার এই কথা জানান।

এ সময় পরিষদের আহ্বায়ক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও অপর সদস্য-সচিব সাজ্জাদ বকুল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ ফেব্রুয়ারি (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জন্মোৎসব অনুষ্ঠানটি আয়োজিত হবে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সনৎকুমার সাহা।

পাঠকের মন্তব্য Login Registration