বইমেলায় আসছে সংগীতশিল্পী পুতুলের দ্বিতীয় উপন্যাস

প্রতিনিধি | সাহিত্য

বৃহস্পতিবার ২৪ জানুয়ারী ২০১৯|১৬:৫১:২৯ মি.



সৃজনবাংলা ডেস্ক: গত তিন বছর ধরে অমর একুশে বইমেলায় পাওয়া যায় সংগীতশিল্পী পুতুলকে। এখানে তিনি আসেন লেখক হিসেবে। এবারও তাকে একইভাবে পাওয়া যাবে বলে জানালেন তিনি। কারণ আসছে তার দ্বিতীয় উপন্যাস।
শিল্পী এটাকে বলছেন পুতুলকাব্যিক উপন্যাস। নামটা রেখেছেন, ‘জ্যোৎস্নারাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না’।
বইমেলার প্রথমদিনেই তাম্রলিপি থেকে এটি প্রকাশ হবে। গত বই মেলায় প্রকাশ হয়েছিল ‘একটি মনস্তাত্ত্বিক আত্মহনন ও তার পুতুলকাব্যিক প্রতিবেদন’ নামের বই।

মূলত একই ধরনের লেখা থাকছে নতুন উপন্যাসে। যেখানে একটি মেয়ের গল্প উঠে আসবে।

পুতুল বললেন, ‘জীবনের কঠিন কঠিন অধ্যায়ে ভেঙে পড়তে পড়তে নারীর ঘুরে দাঁড়ানোর গল্প এটা। অনেক মেয়ের জীবন ও বাস্তবতা বিশ্লেষণ করে এটি লেখা। তাই এতে শুধুই আমার গল্প, তা পুরোপুরি নয়।’
উল্লেখ্য, ২০১৬ সালে ‘পুতুল কাব্য উপক্রমণিকা (কাব্যগ্রন্থ), ২০১৭ সালে ‘পুতুল কাব্য দ্বিতীয় অধ্যায়(কাব্যগ্রন্থ) ও ২০১৮ সালে ‘একটি মনস্তাত্ত্বিক আত্মহনন এবং তার পুতুল কাব্যিক প্রতিবেদন (উপন্যাস)’ প্রকাশিত হয়েছিল।

পাঠকের মন্তব্য Login Registration