সলিমুল্লাহ পদক পেলেন ১১ ব্যক্তি

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

বুধবার ১৬ জানুয়ারী ২০১৯|১৬:০৭:১৬ মি.



সৃজনবাংলা ডেস্ক: নবাব স্যার সলিমুল্লাহ এর ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সলিমুল্লাহ পদকে ভূষিত করা হয় ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে। 

বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিজয়ী ব্যক্তিদের হাতে পদক তুলে দেওয়া হয়। 

গ্রন্থকানন প্রকাশনা সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। 

সামাজিক, রাজনৈতিক, শিক্ষা-সংস্কৃতি, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার জন্য এই ১১ ব্যক্তিকে নবাব স্যার সলিমুল্লাহ পদকে ভূষিত করা হয়।  

পদকপ্রাপ্তরা হলেন- কামাল লোহানী (সংস্কৃতি ও সংগ্রাম), অনুপম হায়াৎ (চলচিত্র), আজিজুল ইসলাম ভূঁইয়া (সাংবাদিকতা), মোছাম্মদ সালেহা আজিজ (শিক্ষা), ড. মুহাম্মদ আলমগীর (নবাব সলিমুল্লাহ গবেষণা), ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান (স্বাস্থ্যসেবা), বিপদ ভঞ্জন সেন কর্মকার (চিত্রকলা), ফারুক নওয়াজ (কবিতা ও শিশু সাহিত্য), আব্দুল রাজ্জাক খান (সমাজসেবা), তাহনাহার মিলি (সমাজসেবা), মফিজুর রহমান (সমাজসেবা)। 

পাঠকের মন্তব্য Login Registration