সংবাদ: আইয়ুব বাচ্চু স্মরণে গাইলেন মেহরিন

প্রতিনিধি | আরো

রবিবার ৪ নভেম্বর ২০১৮|১৯:০৮:৩৯ মি.



সৃজনবাংলা ডেস্ক: কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুকে স্মরণ করে গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরিন। তার একক এ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

গত শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবের কলোসিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় আইয়ুব বাচ্চুর স্মরণের এ সঙ্গীতাসর। অনুষ্ঠানের শুরুতেই মেহরিন গেয়ে শোনান দেশের গান ‘ধন ধান্য পুষ্প ভরা’।

এরপর প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা নিবেদনে তারই সঙ্গীতায়োজনের বিজ্ঞাপনের ‘আমরা নারী আমরা পারি’ জিঙ্গেলটি পরিবেশন করেন এই পপ তারকা। 

হাইকমিশনার শ্রিংলার সঙ্গে শিল্পী মেহরিনসহ অন্যরাএকক সঙ্গীতের এই আসরে 'এই মণিহার', 'তুমি আছো বলে', 'কাজল ভ্রমরা', 'আমি বাংলায় গান গাই'সহ নজরুল গীতি, হিন্দি ও ইংরেজি ভাষায় ঘণ্টাব্যাপী সঙ্গীত পরিবেশন করেন তিনি।

পাঠকের মন্তব্য Login Registration