ছবি আঁকার প্রতিযোগিতা ‘ইচ্ছে ডানা’

প্রতিনিধি | শিশু কর্ণার

শুক্রবার ৫ অক্টোবর ২০১৮|০৯:৪৩:৪৬ মি.



সৃজনবাংলা ডেস্ক: দীর্ঘদিন ধরে শিশুদের সৃজনশীলতা নিয়ে কাজ করে যাচ্ছে বেঙ্গল পাবলিকেশন্সের অঙ্গ প্রতিষ্ঠান শিশুতোষ পত্রিকা ‘জল পড়ে পাতা নড়ে’। সম্প্রতি তারা একাডেমিয়া স্কুলের লালমাটিয়া শাখার প্রায় চারশ শিশু নিয়ে আয়োজন করেছিল ছবি আঁকার প্রতিযোগিতা ‘ইচ্ছে ডানা’।

এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘বন্ধুত্ব’। আর ২ অক্টোবর ছিল সেই সেরা আঁকিয়েদের পুরস্কার দেওয়ার অনুষ্ঠান। ৩ অক্টোবর বেঙ্গল পাবলিকেশন্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গল্পকার ও ‘জল পড়ে পাতা নড়ে’র উপদেষ্টা নাজিয়া জাবিন। এ ছাড়াও ছিলেন একাডেমিয়া স্কুলের ভাইস প্রিন্সিপাল তৌহিদা সুলতানা। আর শিশুদের হাতে সার্টিফিকেট এবং গুডি ব্যাগ তুলে দেন নাজিয়া জাবিন এবং তৌহিদা সুলতানা।

শিশুদের মানসিক বিকাশ ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ গড়ে তোলার জন্য ‘জল পড়ে পাতা নড়ে’-এর এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান পত্রিকাটির সহকারী সম্পাদক আহসান হাবীব।

তিনি বলেন,‘ঢাকার বিভিন্ন স্কুলে বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিশুদের স্বাধীন ও সৃজনশীল স্বত্বা প্রকাশের এ আয়োজন চলতে থাকবে।’

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিমাসে পত্রিকাটির বিশেষ ব্রেইল সংখ্যা বের করা হয় যা বিনামূল্যে ঢাকার প্রায় ২০টি স্কুলের ২২০টি শিশুর কাছে পৌঁছে দেয় ‘জল পড়ে পাতা নড়ে’।

পাঠকের মন্তব্য Login Registration