সুলতান শিশুমেলা

প্রতিনিধি | শিশু কর্ণার

শনিবার ১৫ সেপ্টেম্বর ২০১৮|১১:২১:১৯ মি.



সৃজনবাংলা ডেস্ক: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মদিন উপলক্ষ্যে নড়াইলে চারদিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয়দিনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে ছবি এঁকে চিত্রাংকন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ৫ শতাধিক শিশু অংশগ্রহণ করে। এ সময় পাখির ছবি এঁকে দর্শকসহ দেশ-বিদেশের অতিথিদের মুগ্ধ করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব বিমানেশ চন্দ্র বিশ্বাস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রলয় ঘোষাল, কলকাতার গভর্মেন্টস কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটের সহযোগী অধ্যাপক সুমন পাল, পশ্চিমবঙ্গের শিল্প সমালোচক পার্থ প্রতিম রায়, আসাদ রহমান প্রমুখ।

পাঠকের মন্তব্য Login Registration