প্রচারে আসছে ধারাবাহিক নাটক ‘একটি গ্রাম একটি শহর’

প্রতিনিধি | আরো

সোমবার ১৬ মার্চ ২০২০|১৯:৫৯:৩২ মি.



সৃজনবাংলা ডেস্ক : বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘গ্রাম হবে শহর’ শ্লোগানকে উপজীব্য করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘একটি গ্রাম একটি শহর’। 

টিপু আলম মিলনের গল্পে ও জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এস এম শাহীন। 

নির্মাতা জানান, গ্রামের পরতে পরতে গ্রাম ও শহরের বাস্তবতা তুলে ধরা হয়েছে এ নাটকে। তুলে ধরা হয়েছে যত বিরোধ ও বদলে যাওয়া শহুরে মানুষের জীবন।

তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, নাদিয়া আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর, মীর শহীদ, ফারুক আহমেদ, করভী মিজান, ফজলুর রহমান বাবু, ফরজানা ছবি, শামীমা নাজনীন, নাবিলা ইসলাম, সোহান খান, রহমত আলী, সঞ্জীব আহমেদ, সায়কা আহমেদ, দিলু মজুমদার, তানভির মাহমুদ,  ইমেলা হক, ফরজানা রিক্তা, সুস্মী আহমেদ, এস এফ নাঈম, মাসুম বাসার, মিলি বাসার প্রমুখ।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে ‘একটি গ্রাম একটি শহর’ নাটকটি। প্রতি সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় নাটকটি টেলিভিশনে প্রচার হবে।

পাঠকের মন্তব্য Login Registration