চ্যানেল আইতে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’

প্রতিনিধি | আরো

সোমবার ১৬ মার্চ ২০২০|১৬:১৭:০৯ মি.



সৃজনবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং মুজিববর্ষ উপলক্ষে চ্যানেল আই স্বাধীনতার মাস মার্চ জুড়ে প্রচার করছে বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে একটি অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’। এ অনুষ্ঠানের প্রথম পর্বে অংশ নিয়েছেন মোস্তফা মনোয়ার। অনুষ্ঠানটির সম্প্রচার উপলক্ষে চ্যানেল আই ভবনে ১৫ই মার্চ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এর বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানটির উপস্থাপক নাসির উদ্দিন ইউসুফ। তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবদ্দশায় তার রাজনৈতিক সঙ্গীদের মধ্যে জীবিত কিংবদন্তিদের কাছ থেকে মুজিব সম্পর্কে স্মৃতিচারণ, ওই সময়ের প্রেক্ষাপট এবং তার পারিবারিক বিষয় নিয়ে এই প্রজন্মের জন্য তুলে ধরা হবে মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠানে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনাও করেছেন নাসির উদ্দিন ইউসুফ। পরিচালনা করেছেন জামাল রেজা।
প্রচার হবে ১৭ই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এছাড়া ১৭ই মার্চ সকাল ৭.৩০ মিনিটে রয়েছে নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু’র বিশেষ পর্বে বঙ্গবন্ধুকে নিবেদিত গান। সকাল ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে স্বরচিত কবিতা পাঠের আসর বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা। ১১টা ৫ মিনিটে প্রচার হবে জেলা প্রশাসন খুলনার অয়োজনে চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় বিশেষ অনুষ্ঠান শিশু বঙ্গবন্ধু কণ্ঠে কালজয়ী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে ঐক্য নিবেদিত পাঠক সমাবেশ-এর আয়োজনে বঙ্গবন্ধু বিষয়ক ১টি করে বই পরিচিতি। রাত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রতিবেদন মাটি ও মানুষের মহান নেতা।

পাঠকের মন্তব্য Login Registration