করোনায় আক্রান্ত সিনেমা মুক্তি

প্রতিনিধি | আরো

সোমবার ১৬ মার্চ ২০২০|১৬:০৭:৪৩ মি.



সৃজনবাংলা ডেস্ক : পুরো বিশ্বে এখন আতঙ্কের একটাই নাম করোনা ভাইরাস। আমাদের দেশের চারপাশসহ এই ভাইরাসের আতঙ্কে সিনেমা হলেও এর প্রভাব পড়া শুরু করেছে। বিশেষ করে নতুন ছবি মুক্তি পাচ্ছে না এখন প্রেক্ষাগৃহে। আগামী ২০শে মার্চ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও ‘বান্ধব’ নামে দুটি ছবি মুক্তির কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। দুটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে এ তথ্য। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, আসছে ২০শে মার্চ আমার এ ছবিটি মুক্তি দিচ্ছি না। কারণ চারদিকে করোনা আতঙ্কে মানুষ সিনেমা হলে কীভাবে আসবেন? আর সিনেমা হল মালিকরা এ ছবির ট্রেলার ও গান দেখে প্রশংসা করেছেন। দর্শকের জন্যই তো সিনেমা হল।
তারা যদি সিনেমা দেখতে না আসে তাহলে রিলিজ করে কি হবে? তাই সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সিনেমাটি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই আতঙ্ক কাটার পরই ছবি মুক্তির নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। এ ছবিটির প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। অন্যদিকে সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ছবিটিও করোনা আতঙ্কে মুক্তির তারিখ পিছিয়েছে। ছবিটি প্রযোজনা করেছে অনুপম কথাচিত্র। এ ছবির পরিচালক সুজন বড়ুয়া বলেন, এরইমধ্যে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে থাকলেও এখন মুক্তির তারিখ পেছানো হয়েছে। করোনা ভাইরাসের আতঙ্কে দর্শকও সিনেমা হলে তেমন যাচ্ছে না এখন। সে কারণেই মুক্তির তারিখ মূলত পিছিয়ে দেয়া হয়েছে। সামনে ছবি মুক্তির নতুন তারিখ জানিয়ে দেয়া হবে। ‘বান্ধব’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছন মৌ খান ও গাজী রাকায়েত। এদিকে আগামী ২০শে মার্চ সিনেমা হলে নতুন ছবি মুক্তি না পেলে হলগুলো কি বন্ধ থাকবে? এই প্রশ্নের উত্তরে রাজধানীর বলাকা সিনেমা হলের ম্যানেজার এস এম শাহীন বলেন, না। এখনো করোনা ভাইরাসের আতঙ্কে সিনেমা হল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রতিটি সিনেমা হলে দর্শক সমাগম আগের চেয়ে কম। আগামী শুক্রবার আমরা বলাকা সিনেমা হলে ভারতের
নির্মাতা অতনু ঘোষ পরিচালিত এবং জয়া আহসান অভিনীত ‘রবিবার’ ছবিটিই চালাবো। এ ছবিটিই কয়েকদিন ধরেই চালাচ্ছি আমরা। ‘রবিবার’ ছবিটি ভারত থেকে আমদানি করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। এ প্রতিষ্ঠানের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন জানান, ঢাকা ও খুলনাসহ মোট ছয়টি সিনেমা হলে জয়া আহসান ও প্রসেনজিৎ অভিনীত ‘রবিবার’ ছবিটি বর্তমানে চলছে। এদিকে সামনে শাহরিয়ার নাজিম জয়ের ‘আমার মা’ ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ নামের ছবি দুটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা হলে দর্শক সমাগম ক্রমান্বয়ে কমতে থাকলে এ সিনেমা দুটিরও মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

পাঠকের মন্তব্য Login Registration