জাতীয় কবির দুটি গানে শত শিল্পী

প্রতিনিধি | আরো

রবিবার ১৫ মার্চ ২০২০|১৯:৩৪:১২ মি.



সৃজনবাংলা ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দু’টি বিখ্যাত গান, একটি প্রার্থনা সংগীত ‘জাগো অমৃত পিয়াসী’ অপরটি জাগরণী সংগীত ‘জয় হোক সত্যের জয়’। এই দু’টি গানের সমন্বয়ে নির্মিত হয়েছে একটি বিশেষ মিউজিক ভিডিও। নাম ‘আত্মা অনিরুদ্ধ’। ৫০ জন সংগীতশিল্পী ও ৫০ জন নৃত্যশিল্পীর সমন্বয়ে তৈরি করা হয়েছে এটি। এতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী শাহীন সামাদ, ডালিয়া নওশিন, সাদিয়া আফরিন মল্লিক, ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, সুমন চৌধুরী, শেলু বড়ুয়া, জোসেফ কমল রড্রিক্স, ইয়াসমিন মুশতারী, করিম হাসান, নাসিমা
শাহিন, আফসানা রুনা,  তানজিনা করিম স্বরলিপি, শাহিদ কবির পলাশ এবং এই সময়ের আরো অনেকে। এটির পরিকল্পনা, পরিচালনা ও সম্পাদনা করেছেন নজরুল পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। নৃত্য পরিচালনা করেছেন দুই বিশিষ্ট নৃত্যশিল্পী শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ। সংগীতায়োজন করেছেন ইবরার হোসেন টিপু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেমস অফ নজরুল বাংলাদেশের পরিবেশনায় নির্মাণ হয়েছে মিউিজিক ভিডিওটি। ১৭ই মার্চ চ্যানেল আইতে প্রচার হবে এটি।

পাঠকের মন্তব্য Login Registration