১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হৃদয় জুড়ে’

প্রতিনিধি | আরো

শনিবার ২৯ ফেব্রুয়ারী ২০২০|১৭:০০:১৮ মি.



সৃজনবাংলা ডেস্ক : অবশেষে জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহে আসছে রফিক শিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের ১৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ২০১৭ সালে শুটিং শুরু হাওয়ার পর নানা জটিলতায় আটকে থাকে সিনেমাটি। এরপর ২০১৯ সালে এর শুটিং শেষ হয়। গত জানুয়ারিতে এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

সিনেমাটিতে বাংলাদেশের নিরব আহমদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা। শুটিং চলাকালে পরিচালক নায়িকাকে বিয়ের প্রস্তাব দিলে এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরপর তিন বছর আটকে ছিল ‘হৃদয় জুড়ে’।

সিনেমাটি সম্পর্কে পরিচালক রফিক শিকদার বাংলানিউজকে বলেন, অবশেষে ‘হৃদয় জুড়ে’ মুক্তি দিতে পারছি। শাকিব খানের ‘বীর’ এখনো প্রেক্ষাগৃহে চলছে। পাশাপাশি কলকাতার একটি সিনেমা কৌশলে এ সপ্তাহে মুক্তি দেওয়া হচ্ছে। তাই আমরা প্রেক্ষাগৃহ কম পেয়েছি। তবে আমার বিশ্বাস দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহে সংখ্যা আরও বাড়বে।

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘হৃদয় জুড়ে’র চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক শিকদার নিজেই। এতে নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও আরও অভিনয় করেছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন, যুবরাজ প্রমুখ।

পাঠকের মন্তব্য Login Registration