খাবারের টাকা বাঁচিয়ে ছবি আঁকার বই কিনত করিম ওয়ারিস

প্রতিনিধি | শিক্ষা

শনিবার ১৮ আগস্ট ২০১৮|১৯:১৯:০৬ মি.



সৃজনবাংলা ডেস্ক: বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো ও নাইজেরিয়ার শিল্পী অ্যারিনজ স্ট্যানলি থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ছবি আঁকার প্রতিভা ক্যানভাসে তুলে ধরেছে নাইজেরিয়ার কিশোর শিল্পী- করিম ওয়ারিস। সম্প্রতি করিম বিবিসিকে জানিয়েছে তার এই শিল্প যাত্রার গল্প। 

আট বছর বয়স থেকে ছবি আকার জন্য টাকা জমাতে শুরু করে ওয়ারিস। বিস্কিট কেনার জন্য মা যে টাকা দিতেন, তা দিয়ে ছবি আকার বই কিনতো সে। 

হাইপাররিয়েলিজম পেইন্টিং এর ধাঁচে বন্ধু, কার্টুন ও কমিক্সের ছবি আঁকে ওয়ারিস। পত্রিকা আর বই দেখেও ছবি আকে সে। 

আশেপাশের ঘটনা বিশেষ করে পরিবার থেকে ছবি আঁকার অনুপ্রেরণা পায় এই কিশোর। এরপর পেন্সিলের আঁচরে ঘটনাগুলো ফুটিয়ে তোলে সাদা ক্যানভাসে। 

শিল্পী করিম ওয়ারিস ওলামিলেকা বলেন, "এটা আমার আঁকা সবচেয়ে ভাল ছবি। এর নাম ডেইলি ব্রেড। ঘাম আর চোখের পানি ঝরছে ছেলেটির মুখ থেকে। খাবার খাওয়ার আগে পরিবারের কঠোর পরিশ্রমকেই তুলে ধরেছি এখানে"। 

ওয়ারিসের আশা একদিন বিশ্বের বড় সব জাদুঘরের দেয়ালে শোভা পাবে তারা আঁকা ছবি। 

পাঠকের মন্তব্য Login Registration