‘বানাই’ হাল্ট পুরস্কারের জন্য মনোনীত ৪ বাংলাদেশী শিক্ষার্থী।

প্রতিনিধি | শিক্ষা

শনিবার ৬ জুলাই ২০১৯|১৭:৫৯:১১ মি.



সৃজনবাংলা ডেস্ক : ইউনিভারসিটি পুত্রা মালয়েশিায় অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থীর সামাজিক ব্যবসা মডেল ‘বানাই’ লন্ডনে অনুষ্ঠিতব্য হাল্ট প্রাইজ এ্যাকসিলিলারেটর প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছে। প্রথম রাউন্ডে এই ‘বানাই’ মালয়েশিয়া বিজয়ী হয় ।
দ্বিতীয় রাউন্ডে সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যবসা মডেল চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য বিজয়ী হয়। বিশ্বব্যাপী ১২০টিরও বেশী দেশের এক লক্ষ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের চার কৃতি শিক্ষার্থীরা হলেন তাহজিনুল ইসলাম, প্রকৃতি ওয়াজেদ শিকদার, আকিফ ইসলাম, এবং তাহিয়া ইসলাম। সারাবিশ্ব থেকে নির্বাচিত টিম ৪০টি সাথে । বাংলাদেশী এই চার শিক্ষার্থীরা লন্ডনের অশ্রীজ ক্যাসেলে আগামী ২৭ জুলাই থেকে পাঁচ সপ্তাহব্যাপী সামার-বুট ক্যাম্পে অংশগ্রহণ করবে। এই পর্বে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের সব খরচ বহন করবে হাল্ট পুরস্কার কতৃপক্ষ। চূড়ান্ত পর্বে বিজয়ীরা যাতে টেকসই ব্যবসা শুরু করতে পারে তার জন্য পাবে এক মিলিয়ন মার্কিন ডলার, প্রশিক্ষণ এবং তত্ত্বাবধানে।
বিশ্বব্যাপি ৩০টি দেশে আঞ্চলিক প্রতিযোগিতার মাধ্যমে সামার-বুট ক্যাম্পে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীর ব্যবসা মডেল ‘বানাই’ ম্যানিলার আঞ্চলিক প্রতিযোগিতায় শীর্ষ ছয়টি টিমের একটি নির্বাচিত হয়। দ্রূত উপস্থাপনায় ২মিনিট ভিডিও পর্বেও সফলতার সাথে বিজয়ী হয়ে অ্যাপিলেটর প্রোগ্রামের জন্য চূড়ান্ত হয়। অ্যাপিলেটর প্রোগ্রামে বিজয়ী দল জাতিসংঘের হেডকোয়ার্টারে ১০ম বার্ষিক হাল্ট পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ১০লক্ষ মার্কিন ডলার পুরস্কার পাবে।
উল্লেখ্য, গত ১০ বছর ধরে জাতিসংঘ পার্টনারশিপ অফিসের সহযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আর্থিক সহযোগিতায় হাল্ট পুরস্কার নানারকম চ্যালেজ্ঞ মোকাবিলায় বিশ্বব্যাপি তরুণদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে টেকসই ব্যবসা মডেল গ্রহণে তরুণদের উদ্বুদ্ধ করার জন্য হাল্ট পুরস্কার একটি মর্যাদাপূর্ণ পুরস্কার।
বানাই অকৃত্রিম বাংলা শব্দ, অর্থ তৈরী করি, নির্মাণ করি ।
তৃতীয় রাউন্ডের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই কৃতি শিক্ষার্থীরা দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছে ।
 

পাঠকের মন্তব্য Login Registration