তিশাকে পেয়ে নুসরাত বললেন, আমার জন্য সোনায় সোহাগা

প্রতিনিধি | আরো

শনিবার ২২ জুন ২০১৯|১৭:২৪:৩৪ মি.



সৃজনবাংলা ডেস্ক : ‘ঢাকা অ্যাটাক' খ্যাত পরিচালক দীপংকর দীপনের দ্বিতীয় চলচ্চিত্র 'ঢাকা ২০৪০'। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে চলচ্চিত্রটির জমকালো মহরত অনুষ্ঠিত হয়। ছবিটিতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া বাপ্পি চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। আধুনিক ভবিষ্যত ঢাকার চিত্র ফুটে উঠবে ছবিটিতে। 

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। উদ্বোধক ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। উপস্থিত ছিলেন  চলচ্চিত্রটির প্রযোজক সনেট কুমার সাহা। 

দীপংকর দীপন একজন প্রতিশ্রুতিশীল নির্মাতা উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, ‘সব কিছু দেখে শুনে প্রস্তুতি নিয়েই প্রজেক্ট শুরু করেন তিনি। তার উপর এই ছবিতে আছেন নুসরাত ইমরোজ তিশা। সবসময় বলে থাকি তিনি আমার প্রিয় অভিনেত্রী। এই ছবিতে তিনি আমার জন্য সোনায় সোহাগা।’ 

পরিচালক দীপংকর দীপন ছবিটিতে আমাকে (ফারিয়া) যে চরিত্রটি দিযেছেন সেটি অনেক কঠিন।আমি  যেনো সেটি যথাযথ ফুটিয়ে তুলতে পারি তার জন্য সবার কাছেই দোয়া কামনা করেন।

আজ কলকাতায় ’বিবাহ অভিযান’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার। বিষয়টি উল্লেখ করে সবার কাছে বাংলা ছবি এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বাদশাহ ছবির  এ নায়িকা বলেন, ‘ঢাকা ২০৪০’ আমাদের অনেক আশা আকাংখারর ছবি। 

‘ঢাকা ২০৪০’ ছবির নায়ক বাপ্পিকে নিয়ে ফারিয়া বলেন, ‘বাপ্পি ও আমি একই জায়গা থেকে এসেছি। চলচ্চিত্রের জন্য ওর ভালোবাসা সত্যি প্রশংসার দাবিদার।  বাপ্পি তার এই নতুন চলচ্চিত্রেরর জন্য কি কষ্ট করেছে তা আমি নিজের চোখে দেখেছি। দিন রাত নেই সারাক্ষণ জিমে পরেছিলো নিজেকে নতুন করে নির্মাণ করার জন্য।’

ছবিটির গল্প হাবিব রহমান ও পরিচালক দীপনের। স্টুডিও এইট এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে ছবিটি। 

পাঠকের মন্তব্য Login Registration