তিন হাজার শিক্ষকের অংশগ্রহণে বই পড়া উৎসব

প্রতিনিধি | শিক্ষা

বুধবার ১৬ জানুয়ারী ২০১৯|১৯:২৬:১০ মি.



সৃজনবাংলা ডেস্ক: মাগুরার ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণে বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলার ২১টি স্থানে দিনব্যাপী একযোগে এ উৎসব হয়। 

সকাল সাড়ে ১০টায় মাগুরা শহরের ২ নং মডেল সরকারি প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানিকভাবে এ বই পড়া উৎসবের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি। 

এ সময় তিনি বলেন, শিক্ষকেরা শিক্ষার্থীদের যে বই পড়াবেন, তা আগে থেকেই পড়া থাকলে পাঠদানের মান অনেক বৃদ্ধি পাবে। তাই শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষকদের ২১টি স্থানে একই সময়ে এ বই পড়া উৎসবে অংশ নিয়েছেন।

শিক্ষক আব্দুর রাকিব বলেন, এ পাঠ গ্রহণের ফলে আমরা উপকৃত হয়েছি। এতে করে আমরা আরও সহজে ও সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারব।

পাঠকের মন্তব্য Login Registration