শিল্পকর্ম জমা দেওয়ার আহ্বান

প্রতিনিধি | শিল্পকলা

বৃহস্পতিবার ৭ মার্চ ২০১৯|১৬:২৯:১০ মি.



সৃজনবাংলা ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উদ্যোগে আগামী ১২ এপ্রিল থেকে ২০ দিনব্যাপী ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলবে আগামী ২ মে পর্যন্ত।

বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে প্রতিযোগিতামূলক এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য দেশব্যাপী চারুশিল্পীদের উম্মুক্ত আহ্বান জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

উক্ত বিবৃতিতে বলা হয়েছে, ২৩তম জাতীয় শিল্পকর্মের আলোকচিত্রসহ নিবন্ধনের তথ্যাদি প্রেরণের শেষ তারিখ আগামী ১৪ মার্চ ২০১৯ পর্যন্ত। নির্বাচিত মূল শিল্পকর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৪ এপ্রিল ২০১৯।

উল্লেখিত বিষয়াবলী ছাড়াও প্রদর্শনীতে অংশগ্রহণ সংক্রান্ত নানান তথ্যাদি এবং নিয়মাবলী  http://www.shilpakala.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।

পাঠকের মন্তব্য Login Registration