লন্ডনে মঞ্চস্থ হলো ‘ওপেন কাপল’

প্রতিনিধি | সাহিত্য

মঙ্গলবার ২৭ নভেম্বর ২০১৮|১৫:৪৫:২২ মি.



সৃজনবাংলা ডেস্ক: বাংলাদেশের নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘ওপেন কাপল’ লন্ডনে মঞ্চস্থ হয়েছে। গতকাল ২৫ নভেম্বর লন্ডনের টাওয়ার হ্যামলেট ব্র্যাডি আর্ট সেন্টারে ‘সিজন অব বাংলা ড্রামা ফেস্টিভ্যাল’-এ নাটকটির প্রদর্শনী হয়।
‘দারিও ফো’ ও ‘ফ্রাঙ্কা রামে’র রচনায় নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সারা যাকের। ‘ওপেন কাপল’ নাগরিক নাট্য সম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা।
দুটি চরিত্র নিয়ে আবর্তিত হয়েছে এই নাটকের গল্প। চরিত্র দুটিতে অভিনয় করেছেন সারা যাকের ও জিয়াউল হাসান কিসলু। আলোক নির্দেশনা দিয়েছেন নাসিরুল হক খোকন এবং শব্দ প্রক্ষেপণে ফখরুজ্জামান চৌধুরী।
লন্ডন থেকে অভিনেতা জিয়াউল হাসান কিসলু আরটিভি অনলাইনকে বলেন, ‘লন্ডনে দারুণ শো হয়েছে। সেখানকার প্রবাসী বাঙালি এবং লন্ডনের স্থানীয়রা উপস্থিত ছিলেন। ভীষণ ভালো প্রদর্শনী হয়েছে। আমাদের দলের সবাই আগামী ৫ ডিসেম্বর ঢাকায় ফিরে আসবো।’
এক বহুগামী স্বামী ও স্ত্রী-এই সম্পর্কের ভিত্তিতে দুই চরিত্রে সাজানো নাটক ‘ওপেন কাপল’। ওই স্বামী এক নারীর সঙ্গে সম্পর্কের রীতিতে তার স্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না। সেই সুবাদে তিনি নিজেকে যেমন তৈরি করেছিলেন তেমনি স্ত্রীকেও অনেকটা বাধ্য করতেন বিভিন্ন সঙ্গীর সান্নিধ্যে যাওয়ার।
তবে এ ধরনের সম্পর্কে অস্বস্তির পাশাপাশি ভীষণ বিব্রত হতেন স্ত্রী। কিন্তু স্বামী অবলীলায় অন্য নারীর সঙ্গ উপভোগ করতেন। একপর্যায়ে স্বামী উপলব্ধি করেন যে তার স্ত্রী বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছে না। তবে রাইট নামের একজনের প্রতি তৈরি হয়েছে তার আসক্তি। এ ঘটনায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন স্বামী।

পাঠকের মন্তব্য Login Registration