১৬ বলে ছয়টি চার, আটটি ছক্কা

প্রতিনিধি | আরো

বৃহস্পতিবার ২২ নভেম্বর ২০১৮|১৬:১১:৪৬ মি.



সৃজনবাংলা ডেস্ক: ক্রিকেটের সবচেয়ে নব্য ও সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট টি-১০ লিগ বসেছে সংযুক্ত আরব আমিরাতে। বুধবার প্রথম ম্যাচেই সবাইকে অবাক করেছেন রাজপুতসের হয়ে খেলা আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ।
সিন্ধিসদের বিপক্ষে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ১২ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ডান-হাতি এই ব্যাটসম্যান৷ শেষ পর্যন্ত ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
ছয়টি চার ও আটটি ছক্কায় মাত্র ১৬ বলে এই অসাধারণ ইনিংসটি উপহার দেন শাহাজাদ। প্রতিপক্ষ চার জন বোলারকেই উত্তম-মাধ্যমে দিয়েছেন রাজপুতসদের দু্ই ওপেনার শাহজাদ ও ব্র্যান্ডন ম্যাককালাম। পাকিস্তানের মোহম্মদ নওয়াজের এক মাত্র ওভারে তুলে নেন ২০ রান৷ জোফ্রা আর্চারের ওভারের খরচ হয় ২৩ রান। 
অন্যদিকে তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার থিসারা পেরেরার এক ওভারে ৩০ রান তোলেন শাহজাদ। অস্ট্রেলিয়ার ফাওয়াদ আহমেদ এক ওভারে ২৩ রান দিয়ে দেন। জয়ের জন্য লক্ষ্য ছিল ১০ ওভারে ৯৫ রানের৷ অবিশ্বাস্য ভাবে মাত্র চার ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৬ রান তুলে ম্যাচ পকেটে পোরে রাজপুতস৷ নিউজিল্যান্ড কিংবদন্তি ম্যাককালাম এক চার ও দুই ছয়ের সাহায্যে ৮ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন৷ 
শাহাজাদের খেলা বল গুলি পর পর সাজিয়ে দিলে তাঁর ব্যাটিং সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়৷ প্রতিটা বলে যেভাবে রান করেছেন আফগান তারকা, তা তুলে ধরলে ছবিটা দাঁড়ায়- ১, ৪, ৬, ৪, ৪, ৬, ১, ৬, ৬, ৪, ৬, ৪, ৪, ৬, ৬, ৬৷
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান তুলতে সক্ষম হয় সিন্ধিস। শেন ওয়াটসন ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান করেন৷ বাকিরা কেউ দু’অঙ্কে পৌঁছতে পারেননি৷ দলের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন ভারতীয় পেসার মুনাফ প্যাটেল।

পাঠকের মন্তব্য Login Registration