সংবাদ: ‘পলিথিন হাউস’ নিয়ে সিঙ্গাপুরে প্রাচ্যনাট

প্রতিনিধি | সাহিত্য

শনিবার ১৭ নভেম্বর ২০১৮|১৫:০০:৩৯ মি.



সৃজনবাংলা ডেস্ক: থিয়েটার দল প্রাচ্যনাট্য দ্বিতীয়বারের মতো ‘এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভাল-২০১৮-এ অংশগ্রহণ করেছে, যা সিঙ্গাপুরে ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এর আয়োজন করছে সিঙ্গাপুরের তারুণ্যনির্ভর দল বাডজ থিয়েটার।

৩দিনব্যাপাী এই উদযাপনে অভিনেতা, নাট্যকার, লেখক ও নির্দেশক আজাদ আবুল কালামের লেখা ‘পলিথিন হাউজ’ নাটকটি উপস্থাপন করবে। এটি নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম এবং সহকারী নির্দেশনায় রয়েছেন মো. শওকত হোসেন সজিব।নাটকটির প্রিমিয়ার শো হবে উৎসবের শেষ দিন শেষ নাটক হিসেবে ১৮ নভেম্বর।

এই উৎসবে সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করেছে। যার মধ্যে সিঙ্গাপুরের স্থানীয় ৩টি দলসহ ইন্দোনেশিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইন, লাওস, ব্রুনেই ও মালয়েশিয়া প্রত্যেকেই তাদের প্রযোজনা নিয়ে মঞ্চে অংশগ্রহণ করবে। 
অনুষ্ঠানে কর্মশালা, সেমিনার, শিল্প ও কারুশিল্প এবং অন্যান্য অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক এই উৎসবে নাটক প্রদর্শনীর পাশাপাশি ‘ডেভেলপিং কোরাস উইথ রিদম অ্যান্ড থিম’ নামে একটি কর্মশালা পরিচালনা করবে প্রাচ্যনাট।

পাঠকের মন্তব্য Login Registration