আবারও হচ্ছে ‘লাল জমিন’র ৩০ প্রদর্শনী

প্রতিনিধি | সাহিত্য

শুক্রবার ৯ নভেম্বর ২০১৮|১৮:০২:১৩ মি.



সৃজনবাংলা ডেস্ক: বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশে ৪৪টি প্রদর্শনী সম্পন্ন করেছে শূন্যন রেপার্টরি থিয়েটারের নাটক ‘লাল জমিন’। এবার আরও ৩০টি প্রদর্শনীর জন্য অনুদান দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। 
গত অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লাল জমিনের ৪৪টি প্রদর্শনীর জন্য অনুদান প্রদান করেছিল। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও লাল জমিনের পাশে এসে দাঁড়িয়েছে মন্ত্রণালয়।
এ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে লাল জমিনের আরও ৩০টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাল জমিন নাটকটি মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির মঞ্চে নাটকটির ১৭৪তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর দেশের বিভিন্ন জায়গায় নাটকটির প্রদর্শনী হবে।
প্রসঙ্গ, ‘লাল জমিন প্রথম মঞ্চে আসে ২০১১ সালের ১৯ জুলাই। এরপর বাংলাদেশ, ভারত, লন্ডন, যুক্তরাষ্ট্রের মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসিত হয়েছে। মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে নাটকটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ‘লাল জমিন’ নাটকে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী।

পাঠকের মন্তব্য Login Registration