হুইলচেয়ারে বসেই ব্যাট-বলের লড়াই

প্রতিনিধি | আরো

শুক্রবার ২৬ অক্টোবর ২০১৮|১২:৩৬:৫২ মি.



একজন বল করছেন, তো অন্যজন সপাটে চালাচ্ছেন ব্যাট। বাউন্ডারি রুখতে মাঠে পাহারায় আছেন ফিল্ডাররাও। তবে জমজমাট এই ক্রিকেট লড়াইয়ে একটু ভিন্নতা আছে। যাঁরা খেলছেন সবাই শারীরিক প্রতিবন্ধী। হুইলচেয়ারে বসেই বলিং, ব্যাটিং ও ফিল্ডিং করছেন তাঁরা।

ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন করা হয় শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার ক্রিকেট প্রীতি ম্যাচ। বুধবার সকালে জেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধীদের নিয়ে গড়া স্থানীয় সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ খেলার আয়োজন করে।

খেলায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে শারীরিক প্রতিবন্ধীরা ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। গতকালের হুইলচেয়ার ক্রিকেট প্রীতি ম্যাচ লাল ও সবুজ দল অংশ নেয়। উভয় দলে আটজন করে খেলোয়াড় ছিলেন। খেলার শুরুতে টস জিতে ব্যাট করতে নামে সবুজ দল। নির্ধারিত ১০ ওভারে চার উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে তারা। পরে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে তিন ওভার তিন বল বাকি থাকতেই ৮৪ রান সংগ্রহ করে প্রীতি ম্যাচে জয়ী হয় লাল দল।

শুক্রবার ভারতের ত্রিপুরায় শারীরিক প্রতিবন্ধীদের দল যাবে ম্যাচ খেলতে। সেখানে প্রতিবন্ধীদের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের প্রতিবন্ধীদের দল। ত্রিপুরার রাজধানী আগরতলায় ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চ এ প্রতিযোগিতার আয়োজন করবে।

আগামী ডিসেম্বরে প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ‘প্রতিবন্ধী এশিয়া’ কাপে অংশ নিতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। একই উদ্দেশে আগরতলায় যাওয়া হবে।

পাঠকের মন্তব্য Login Registration