ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশি মেয়েরা

প্রতিনিধি | আরো

শনিবার ৬ অক্টোবর ২০১৮|১০:১২:৫৫ মি.



সৃজনবাংলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বছাইপর্বসহ গেল এক বছরে চারটি টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশের মেয়েরা। যার তিনটিতে চ্যাম্পিয়ন একটি রানার্সআপ হয়েছে তারা। গতকাল ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে আরও একটি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে সানজিদা-স্বপ্নারা। 
গতকাল প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে জিতে ফাইনালের টিকিট কাটে নেপাল। একই ভেন্যুতে আগামীকাল ফাইনালে নেপালের মুখোমুখি হবে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ভুটানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। তাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল আদায় করে লাল-সবুজ জার্সিধারীরা।

লিড এনে দেন সানজিদা খাতুন। একের পর এক আক্রমণ করলেও ব্যবধান বারছিল না। বার বার বাংলাদেশের আক্রমণ মুখ থুবড়ে পরছিল ভুটানের রক্ষণের সামনে। কৌশলে পরিবর্তন এনে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। লম্বা পাসে দারুণ এক গোল করেন মোসাম্মত মিশরাত জাহান মৌসুমী। ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান ৩-০ করেন কৃষ্ণা রানী সরকার। ৮৬ মিনিটে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ৪-০ গোলে জয় নিশ্চিত করেন ডিফেন্ডার শামসুন্নাহার। পুরো ম্যাচে ভুটানের গোলমুখ তাক করে ৮টি শট নেয় বাংলাদেশের কিশোরীরা। এর মধ্যে ৬টি শটই ছিল অনটার্গেটে। বিপরীতে নিজ মাঠে মাত্র ২টি শট নেয় ভুটান। এর মধ্যে ১টি লক্ষ্যভ্রষ্ট।  আর প্রথমবার আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল দিয়ে বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের কাছে ফের অসহায় আত্মসমর্পণ করে ভুটান। 
গত আগস্টে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলের লজ্জা দেয় বাংলাদেশের কিশোরীরা। ওই আসরের ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল। বয়সভিত্তিক এই দুই আসরের আয়োজক ভুটান। এবার বাংলাদেশ-ভারত ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে না। দিনের প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে টাইব্রেকারে হার দেখে ভারত।

পাঠকের মন্তব্য Login Registration