আয়ারল্যান্ডের উৎসবে বাংলাদেশি তথ্য‌চিত্র 

প্রতিনিধি | তত্ত্ব ও ইতিহাস

শনিবার ২২ সেপ্টেম্বর ২০১৮|১০:৩৮:১৮ মি.



সৃজনবাংলা ডেস্ক: আয়ারল্যান্ডে গতকাল শুক্রবার থেকে শুরু হ‌য়ে‌ছে ‘৬ষ্ঠ উইক্স‌ফোর্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮’। এটি আয়ারল্যান্ডের সবচেয়ে বড় ডকুমেন্টারি ফিল্ম ফে‌স্টিভ্যালগু‌লোর এক‌টি। এই উৎসবে প্রতিবছর প্রায় ৪০টি দেশ অংশগ্রহণ করে। এবারের আস‌রে বাংলাদেশের এক‌টি তথ্যচিত্র নির্বাচিত হ‌য়ে‌ছে। তথ্যচিত্রটির নাম ‘‌স্টো‌রি অব অ্যা ব্ল্যাক রিভার’। এটি নির্মাণ করেছেন মো. স‌জীব ও শ‌ফিকুল সাজীব।

তথ্যচিত্রটি মূলত তুরাগ নদীর দূষণকে কেন্দ্র ক‌রে নির্মিত হ‌য়ে‌ছে। নদী‌টি আগে কেমন ছিলো এবং এখন কি অবস্থায় আছে, যা‌দের জীবিকা এ নদীর ওপর নির্ভরশীল ছিলো তাদের জীবন যাত্রা কিভাবে বদলে গেছে, তারা মাছ ধরা বাদ দিয়ে মিল কারখানায় কাজ করছে অথচ মিল কারখানার বজ্রই তুগার ধ্বংস করে দিয়েছে-এসব চিত্র তু‌লে ধরা হ‌য়ে‌ছে এই তথ্যচিত্রে। তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৩মিনিট। উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।

পাঠকের মন্তব্য Login Registration