আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের বিশাল জয়

প্রতিনিধি | আরো

শনিবার ২২ সেপ্টেম্বর ২০১৮|০৯:২৭:০৬ মি.



সৃজনবাংলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে আরব আমিরাতকে গতকাল শুক্রবার ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এনিয়ে বাছাইপর্বে টানা তৃতীয় জয় পেল লাল-সবুজের জার্সিধারীরা। দলের ৭ গোলের মধ্যে ৪টি দিয়েছে আনুচিং মগিনি। একটি করে গোল করে শামসুন্নাহার ও ইলামনি। অপর গোলটি আত্মঘাতী।

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ আরব আমিরাত। টানা তিন জয়ে এখন বাংলাদেশের পয়েন্ট ৯। অন্যদিকে টানা তিন ম্যাচ হারল আরব আমিরাত।

খেলার ৬ মিনিটের মাথায় গোল দিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। ২৫ মিনিটে তহুরার জোরালো শট ক্রস বারে বাধা পাওয়ার পর ৯ মিনিটের ঝড়ে আনুচিংয়ের হ্যাটট্রিকের জন্ম। ২৭ মিনিটে এই ম্যাচের অধিনায়ক আঁখি খাতুনের ক্রস থেকে আনুচিংয়ের হেড পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। ৩৪ মিনিটে আনাই মোগিনীর ক্রস থেকে আনুচিংয়ের আরেকটি দুর্দান্ত হেডে স্কোরলাইন হয় ৩-০। দুই মিনিট পর হ্যাটট্রিক গোলটি এক কথায় অনবদ্য। পরিকল্পিত আক্রমণ থেকে আনুচিংয়ের দর্শনীয় ব্যাক ভলি চলে যায় আমিরাতের জালে।

দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশের সামনে পাত্তাই পাচ্ছিলো না আরব আমিরাত। বিরতির শেষ মুহূর্তে এসে আবার গোল খায় আমিরাত। তবে এবার আত্মঘাতী।  মনিকা চাকমার কর্নার হেড করে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দিয়েছেন আলিয়া হুমায়েদ। বিরতির পরেও নিজেদের আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। তবে বিরতির পর ২ টির বেশি গোল দিতে পারেনি বাংলাদেশ।
আগামী রবিবার 'এফ' গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

পাঠকের মন্তব্য Login Registration