কবিতা : সাপুড়ে, ঝাঁপি খুলে দে 

প্রতিনিধি | সাহিত্য

রবিবার ২ ফেব্রুয়ারী ২০২০|১৪:২৮:২১ মি.


মাহমুদুজ্জামান বাবু

ঝাঁপির ভেতর কুণ্ডলী পাকিয়ে আছি নীল বিষ; 
কেউটে ফলা মোচড় খায়। শোনা যায় হিসহিস 
শব্দ ও নড়াচড়া? জানা হয়ে যায়, কেউ কেউ 
এখনো জাগে! যেমন ঘুমহীন সমুদ্রের অগণন ঢেউ। 
  
প্রজন্ম থেকে হরেক পুনর্জন্মে না-মেলা হিসাব
ক্রোধের আগুন হয়; বিলাপ ও শোকসন্তাপ
জমে জমে হঠাৎ মাথা তোলে প্রবাল প্রাচীর, 
আর অলক্ষে যেমন লালচে লাভা জমে অগ্নিগিরির।

স্থির দৃষ্টপাত তিরের ফলার মতো ছুটে যায়; 
যদিও মোহন বিণ বাজেনি এখনো। চেরা তৃষ্ণায়
ছুঁয়ে আসি ঝাঁপির ঢাকনা; ভেতর-বাহির গনগনে 
সূর্যে পুড়ে যায়, আহা। বিষের থলি দোলে সংগোপনে।  

খোলস বদলে হয়েছি নবীন। সতর্ক ইন্দ্রীয় পদে পদে। 
ফণা তুলছি অরণ্যসবুজে। সাপুড়ে, ঝাঁপি খুলে দে।
 

পাঠকের মন্তব্য Login Registration