গান ও কবিতার পর শাহরিনের পরিকল্পনা চলচ্চিত্র নির্মাণে

প্রতিনিধি | সাহিত্য

শুক্রবার ৭ সেপ্টেম্বর ২০১৮|১৮:৫০:৫২ মি.



সৃজনবাংলা ডেস্ক: শাহরিন জে হক। গান করার পাশাপাশি একাধারে সুর ও কথা লেখেন তিনি। সম্প্রতি তার দু’টি গান ইউটিউবে রিলিজ দিয়েছেন তিনি। এর মধ্যে ‘বাবা’ শিরোনামে গানটির মধ্য দিয়ে বেশ সাড়া পেয়েছেন শাহরিন। এ ছাড়াও মাহমুদ উন নবীর ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’ গানটির কাভার করেছেন তিনি। গানটির মিউজিক ভিডিও করার পরিকল্পনা রয়েছে তার।

গানের পাশাপাশি নিয়মিত কবিতা লেখেন শাহরিন। সম্প্রতি কলকাতার একটি প্রতিযোগিতায় নিজের কবিতা আবৃত্তি করে পুরস্কারও অর্জন করেছেন। মূলত পেশায় একজন ইন্টেরিউর ডিজাইনার শাহরিন। শখের বসে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ তার।

এ প্রসঙ্গে শাহরিন বলেন, ‘লেখালেখির অভ্যাসটা অনেকদিন থেকে। ভালোলাগা থেকে কবিতা লিখি। পাশাপাশি গান ও গল্প। যেহেতু পেশা হিসেবে এই জায়গাটায় আমি বিচরণ করি না। তাই নিয়মিত কাজ ও খুব বেশি কাজ করা হয় না। তবে এখন পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলোর সাড়া বেশ ভালো। আমার কাজ যখন মানুষের ভালো লাগে, সেটিই আমার অনুপ্রেরণা।’ গান বা কবিতার পর শাহরিন বর্তমানে পরিকল্পনা করছেন চলচ্চিত্র নিয়ে। চলচ্চিত্রটির গল্প এরইমধ্যে প্রস্তুত । লিখেছেন শাহরিন নিজেই। এখন তার পরিকল্পনা ছবিটি পরিচালনাও তিনি করতে চান। সেই প্রস্তুতি এরইমধ্যে চলছে। সবকিছু গোছানো হলেই ছবিটির বিস্তারিত গণমাধ্যমে জানাবেন তিনি।

পাঠকের মন্তব্য Login Registration