বাংলাদেশের প্রথম মহিলা ফটোগ্রাফার 

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

রবিবার ৫ মে ২০১৯|২০:৫৩:৪০ মি.


আনুষা ইসরাত শেখ

বাংলাদেশের প্রথম মহিলা ফটোগ্রাফার হলেন সাইদা খানম।তিনি জন্মগ্রহণ করেন ২৯ ডিসেম্বর ১৯৩৭ সালে পাবনা জেলায়।
সাইদা খানমের ফটোগ্রাফের আগ্রহ জন্মে অনেক ছোটকাল থেকে। যখন তার খালা তার জন্য আমেরিকা থেকে ভাল ক্যামেরা নিয়ে আসেন।ফটোগ্রাফার হিসেবে তার হাতেখড়ি এবং প্রেরণা ছিল বিভিন্ন বিদেশি পত্রিকা প্রচ্ছদসমূহ। তখন মহিলা ফটোগ্রাফার হিসেবে সুযোগ সুবিধা না থাকার পরেও সাইদা খানম তার পরিশ্রমের ফলেই এগিয়ে যেতে পেরেছেন। ১৯৫৬ সালে সে তার চাকুরী জীবন শুরু করেন 'বেগম' পত্রিকায় কাজের মাধ্যমে। তখনকার একমাত্র পত্রিকা যা নারীদের জন্য নিবেদিত ছিল।
তার তোলা ছবি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয় এবং বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনারে সুনাম অর্জন করে।সাইদা খানম কাজ করেছেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সাথে, তাঁর তিনটি ছবিতে।১৯৫৬ সালে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন সাইদা খানম। ওই বছরই জার্মানিতে ইন্টারন্যশনাল অ্যাওয়ার্ড ‘কোলন’ পান তিনি। ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ  ক‘টি দেশে তার ছবির প্রদর্শনী হয়। মুক্তিযুদ্ধের সময় কালেও তিনি অনেক ছবি তুলেছেন। 
তারই পথ ধরে এখন বাংলাদেশ হাজার হাজার মেয়ে, মহিলা ফটোগ্রাফার রয়েছেন যারা প্রতিনিয়ত এই মহান প্রতিভাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত করার সুযোগ পাচ্ছে। বর্তমানে সুযোগ পেলেই এখনো ক্যামেরা হাতে তুলে নেন ৮২ বছর বয়সী ফটোগ্রাফার সাইদা খানম।

পাঠকের মন্তব্য Login Registration