আবারও দূরবীনে কাজী শুভ 

প্রতিনিধি | সংবাদ

বুধবার ১০ এপ্রিল ২০১৯|২০:১২:০০ মি.



সৃজনবাংলা ডেস্ক : জনপ্রিয় লোক গানের শিল্পী কাজী শুভ। দূরবীন ব্যান্ডে সদস্য ছিলেন তিনি। টানা পাঁচ বছর এই ব্যান্ডের হয়ে গান গেয়েছেন। সেটা ২০০৭ সালের কথা। বের হয়ে যান। গড়ে তুলেন নিজের একক ক্যারিয়ার। তবুও নিজের প্রিয় ব্যান্ডকে ভুলতে পারেননি তিনি। তাই আবার ফিরলেন দূরবীনে। এখন থেকে দূরবীনের হয়ে গান গাইবেন এ শিল্পী। 

কাজী শুভর দূরবীনে ফেরার বিষয়টি সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন দূরবীন ব্যান্ডের  প্রতিষ্ঠাতা ও ভোকাল সৈয়দ শহীদ।

সৈয়দ শহীদ বলেন, কাজী শুভ আবারও দূরবীনে ফিরে এসেছেন। এটা আমাদের জন্য দারুন আনন্দের খবর। নতুন প্রাণে দূরবীন আবার চলবে। তবে দূরবীন ব্যান্ডের পাশাপাশি কাজী শুভর একক ক্যারিয়ার তাঁর মতো করে চলবে। এ বিষয়ে দূরবীনের অন্য সদস্যদের কোন আপত্তি থাকবেনা। 

জানা গেছে, আগামী ১৪ এপ্রিল মঞ্চে উঠবে দূরবীন। ওইদিন ঢাকার দুটি কনসার্ট করবে ব্যান্ডটি। তার আগে টানা মহড়া চলবে। দূরবীবে ফেরা নিয়ে কাজী শুভ বলেন, ‘একক ক্যারিয়ার নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই সমঝোতার মাধ্যমেই দূরবীন ছেড়ে দেই। তবে আবার ফিরলাম। নিজের ইচ্ছেতেই ফিরলাম। কারণ দূরবীন আমার নিজের ঘর। 

প্রায় পনেরো বছর আগে কয়েকজন বন্ধুকে নিয়ে দূরবীন গঠণ করেন শহীদ।প্রতিষ্ঠাকালীন অনেক সদস্যরা ব্যস্ত হয়ে পড়েন নিজের ব্যবসা নিয়ে। তবে ব্যান্ডের হাল ধরে রেখেছেন  সৈয়দ শহীদ ও আইয়ুব। তাদের সঙ্গে আবার যুক্ত হলেন কাজী শুভ। 

পাঠকের মন্তব্য Login Registration