জীবন খাতা-৮

প্রতিনিধি | সাহিত্য

বুধবার ২৫ জুলাই ২০১৮|১৭:৩২:২০ মি.



এনাম আহমেদ
যাদুর মনে হাতির চালক হবার আনন্দ এসে ভর করেছে। ভাবছে কালই যদি হাতির দেশে যাওয়া যেত! ভাবনার মাঝখানে মা বললেন, যাদু আয় খেতে আয় বাবা। যাদু খেয়ে-দেয়ে আবার ভাবতে বসে গেলো।শিশু মনের ভাবনা কী বেশি দূর এগোতে পারে! তার আগেই ঘুমের পরী এসে তাকে ঘুমের রাজ্যে নিয়ে গেলো।
যাদু দেখছে পাহাড়ের বুক বেয়ে ঝরণা নামছে। তার পাশ দিয়ে বাহারি রঙের ফুলের বাগান।এ কোথায় এলাম! হঠাৎ তার পিঠে কে যেন হাত রাখলো। আব্বাতো আমার সাথে আসেননি,তাহলে কে হতে পারে? 
যাদু দেখার জন্য মুখ ঘুরাতেই দেখে, একটা বাচ্চা হাতি তার দিকে তাকিয়ে রয়েছে। সেতো অবাক, আরে আমি এমনটাইতো চেয়েছিলাম।হাতিদের সাথে আমার ভাব হবে। যাক ভালোই হলো, আমাকে আর কষ্ট করে বনে হাতি খুঁজতে হবে না। সে হাতির ছানার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো।
হাতি ছানাটি বসে চোখ বুজে ফেললো। যাদুও আদর করে তার গায়ে গা ঘষে দিল। হাতিটি এবার তার শুর দিয়ে নিজের পিঠের দিকে যাদুকে টানতে লাগলো।যাদু বুঝতে পারলো হাতিটি তাকে পিঠে চড়তে বলছে। সে দেরি না করে ঝটপট হাতির পিঠে চড়ে বসলো।কিন্তু হাতিটি যেই নড়েচড়ে উঠতে লাগলো যাদু তখন হাতির পিঠ থেকে গড়িয়ে পড়ে যাচ্ছিল, হাতিটি তার শুরটা বাড়িয়ে দিল তার হাতের কাছে।যাদু তাড়াতাড়ি শুরটি ধরে ফেললো।সে আর মাটিতে পড়লো না। হাতি আস্তে আস্তে হাঁটতে শুরু করলো।
যাদুর আনন্দ আর দেখে কে? হাতি হাঁটছে সামনে বানর আর হরিণরা তাদের পথ ছেড়ে দিচ্ছে।পাখিরা একেবারে মাথার কাছ দিয়ে উড়ে যাচ্ছে, ইচ্ছে করলেই সে পাখিদের ছুঁয়ে দিতে পারে।মনে হলো পাখিদের তো অনেক সাহস, তারা যাদুকে ভয় পাচ্ছে না।যাদু যেন তাদেরই একজন।
মনে হলো যাদু অনেকদিন ধরে বনে ঘুরে বেড়াচ্ছে।হাতি নিজের মতো করে হাঁটছে, যাদু যে দিকে যেতে চায়, সে  দিকে হাতিটিকে চালাতে পারছে না। তখন তার মাহুতদের কথা মনে পড়লো। তারা কীসব শব্দ করে আর হাতির মাথায় কীদিয়ে যেন টোকা দেয়। ওটা কী লাঠি? না ওর মাথায় যেন কী লাগানো থাকে। যাদু চিন্তায় পড়ে গেলো।কিছুতেই মনে করতে পারছে না। আসলে সে জানলে তো মনে করতে পারবে।
হঠাৎ বনের এক কোণায় চলতে চলতে গোরা দার সাথে দেখা। গোরা দা বাউন্ডেলে মানুষ, বনে- বাদাড়ে ঘুরে বেড়ায়। গোরা দা হাতির পিঠে যাদুকে দেখেতো অবাক! 
-আরে যাদু নাকি? 
-তুই হাতি পেলি কোথায়? আর হাতি যে চালাচ্ছিস তোর হাতে অন্কুশই বা কোথায়? 
-অন্কুশ! হ্যাঁ তাইতো, এতক্ষণ কী যেন নাই নাই মনে হচ্ছিল।তাহলে এটাই সেই জিনিস।গোরা দা ঠিকই বলেছেন।
এমন সময় বাবা ডাকছেন, এই ওঠ।ওঠ না বাবা বাথরুম যাবি না।যাদুর ঘুমটা ছুটে গেল।

পাঠকের মন্তব্য Login Registration