চার কিশোর গোয়েন্দা উপন্যাস

প্রতিনিধি | সাহিত্য

বৃহস্পতিবার ২৪ জানুয়ারী ২০১৯|১৭:০৬:২৭ মি.



সৃজনবাংলা ডেস্ক: ‘গুবলু গোয়েন্দার পায়েল রহস্য’ প্রকাশিত হচ্ছে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে। কিশোর গোয়েন্দা গুবলু গাঁয়ে বসে একের পর এক জটিল কেস-এর গিঁট খুলছে। তার সহযোগী দুজন- সুমন আর মনোজ। শহর থেকে বেড়াতে আসে মনোজের বোন রুমকি। এসেই সে পড়ে গেল মহা মুসিবতে। কে যেন ওর শখের পায়েল চুরি করে নিয়েছে। সেই চোর ধরতে গিয়ে হিমশিম অবস্থা গোয়েন্দা গুবলুর।   

নটর ডেম কলেজের চৌকস ছাত্র রোহান তার দুই ভাগ্নে সজল আর কাজলকে নিয়ে নেমে পড়ে গোয়েন্দাগিরিতে। টুকটাক চোর ধরা কোনো ব্যাপার না। কিন্তু সহসাই বাসা থেকে হারিয়ে যায় সজলের খুব কাছের বন্ধু। তার সাঙ্গে ছিল দামি আইপ্যাড। ওরা বুঝতে পারে, আইপ্যাড হাতাতে গিয়েই চোরগুলো সব ডাকাত হয়ে উঠেছিল।

কথাপ্রকাশ থেকে আসছে ‘কালোচিতার প্রেতাত্মা’। ঘটনা ঘটে চীনে। কাজল তার চাচার কাছে বেড়াতে গিয়ে বেমক্কা ফেঁসে যায়। কে বা কারা যেন তাকে সাঁজের মুখে তুলে নেয় সুবারু গাড়িতে। কোথায় নিয়ে যায় কে জানে! মাঝরাতে কাজল নিজেকে একটা জঙ্গলমতো জায়গায় আবিষ্কার করে। সে একা নয়, সঙ্গে আছে তার পরিচিত আরো ক’জন। কী করে সে এবার বেঁচে ফিরবে! কেনই বা তাদের কিপন্যাপ করেছে!     

পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশ করেছে গোয়েন্দা উপন্যাস ‘ওরা ডিটেকটিভ’। ঘটনাচক্রে কিশোর ছেলে কায়েস আর দীপ্র মালয়েশিয়া গিয়ে এক খুনের কেসে ফেঁসে যায়। অথচ ওরা মানুষ খুন দূরে থাক, একটা মশাও মারেনি জীবনে। মশা মারা অবশ্য তত সহজ কাজ নয়। মালয়ান পুলিশ ওদের সন্দেহের তালিকায় রাখে। এখনও অবশ্য অ্যারেস্ট করেনি, তবে করতে কতক্ষণ! তারপর কী হয় জানতে পড়–ন জমজমাট গোয়েন্দা উপন্যাস ওরা ডিটেকটিভ।

পাঠকের মন্তব্য Login Registration