জীবন খাতা-৭

প্রতিনিধি | সাহিত্য

মঙ্গলবার ২৪ জুলাই ২০১৮|১৭:৪৩:৫৬ মি.



এনাম আহমেদ।
গত দিনের দুষ্টুমির জন্য বাবার শাসন যাদুকে কিছুটা পীড়িত করেছে। আজ সারাদিন সে বাসায় খুব চুপচাপ।মা বললেন, 
-কি করে যাদু খেলাধুলা বাদ দিয়ে দিলি না কি? 
-না মা, আমার খেলতে ভাল্লাগে না।
-ও আজ বুঝি খেলার সাথীরা নেই।
- হ্যাঁ মা।ওদের সাথে মিশলে আব্বা এতো রেগে যান কেন?
- রাগ করবেন না, ওরা যে পড়াশোনা না করে সারাদিন বাইরে দুষ্টুমি করে।
-তাই বুঝি।
- হ্যাঁ তাই। তোমাকে কিন্তু পড়াশোনায়ও ভালো করতে হবে।
তারপর সারাদিনের সময়টা তার মায়ের নির্দেশনাতেই কাটলো।যাদু আজ দুপুরে খেয়ে-দেয়ে ঘুমালো।মা খুব খুশি।বিকেল মুকুলের সমাবেশে গেলো। তার মনটা বিকেলে খুব ভালো হয়ে গেলো।সে অনেক রকম ছেলে-মেয়েদের সাথে খেলার পাশাপাশি অনেক কথাও বলতে পেরেছে। এটাই তার খুশির কারণ। বাসায় সারাদিন তার একা একা ভাল্লাগেনা সন্ধ্যায় বাবা যথারীতি যাদুকে নিয়ে পড়াতে বসলেন। বললো, 
এ তে- এলাচ, এলাচ হলো মসলার প্রাণ।
ঐ তে- ঐরাবত, ঐরাবত যায় কদলী বাগান। 
যাদুর আজকের দিনের পাঠ শুরু হলো।কিন্তু সে কিছুটা চিন্তিত। এলাচ কি, সে কী কখনো খেয়েছে? সেকথা না হয় মাকেও জিজ্ঞেস করা যাবে। তবে এখনই নয়।তার আগে আব্বার কাছ থেকে ঐরাবতটা কী জেনে নেয়া যাক।
-আব্বা, ঐরাবত কী?
-ঐরাবত হচ্ছে হাতি। তুমি হাতি দেখেছ না? ঐ যে কয়েক মাস আগে আমরা তোমাকে চিড়িয়াখানায় নিয়ে গেলাম। 
-জী আব্বা, মনে আছে। কিন্তু হাতি কদলী বাগানে যাচ্ছে কেন? কদলী কী আব্বা?
-কদলী হচ্ছে কলা। 
-ও কলা। আমিতো সাগর কলা খাই। হাতিও কী কলা খায় আব্বা? 
-হাতি শুধু কলা খায় না, কলা গাছও খায়। ওগুলো হাতিদের প্রিয় খাবার। 
-ও হাতিটার খিদা লেগেছে। তাই কলা বাগানে দিকে ছুটছে না আব্বা? 
-ঠিক তাই।এখন পড়া শেষ করো। তারপরে গল্প। বাবা তোমার আর কোনো বায়না আছে নাকি? 
-বায়না কি আব্বা? 
-ফরমায়েশ, কাউকে কিছু আনতে বলা।
-আব্বা, আজকে না আমার সাগর কলা খেতে ইচ্ছে করছে। 
-ঠিক আছে ইচ্ছে পূরণ হবে, তার আগে বাবার ইচ্ছেটি পূরণ কর তো দেখি।
-জী আব্বা। 
যাদুর দুলে দুলে পড়া শুরু হয়ে গেল। বাবা বেরিয়ে পড়লেন কাজে। আজ যাদুর মাথায় পড়া ঢুকছে না।কেবল হাতি ঘুরছে।হাতির ডাকে সে কেঁপে উঠে  চিড়িয়াখানায় এক সময় বাবাকে জড়িয়ে ধরেছিলো।তারপরও অনেক বড় বলে হাতিটি তার মনে গেঁথে আছে।বাবা বলেছিলেন হাতির পিঠে চড়তে। সে ভয়ে চড়েনি।বাবা বলেছিলেন, আরে মাহুত আছে না, ভয় কিসের?
যাদুরও হাতিতে চড়ার ইচ্ছে আছে।তবে সে বড় হলে হাতিতে চড়বে। আর বনে বনে ঘুরে বেড়াবে।বাবা বলেছেন, বনের পশুরা সবাই হাতিকে ভয় পায়।বড় হয়ে যাদু আর হাতিকে ভয় পাবে না।সে ও একদিন হাতি চালাবে, মাহুত হবে।তখন কী মজাই না হবে। হু ররে....

পাঠকের মন্তব্য Login Registration